বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে একটা বিশ্লেষণ ধর্মী লেখা ”ব্যাংকিং সেক্টর ডেটা এনালিসিস ২০২৩ -২৪ অর্থ বছর” লেখার পর দেখলাম সংগৃহীত আরো কিছু তথ্য আছে আমার হাতে। আমাদের বন্ধুদের মধ্যে এ বিষয়ের আলোচনা ও মতামত সহ চ্যাট জিপিটি 3.5 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিশ্লেষণটা দিয়ে এই লেখাটা সাজিয়েছি। তাতে করে বর্তমানে বাংলাদেশের ব্যাংক সেক্টর সম্পর্কে একটা ভিন্ন ধর্মী মতামত পাওয়া যেতেও পারে।
৩রা জানুয়ারি ২০২৪ এ আমার ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলের বন্ধুদের (এসএসসি ১৯৮৯) হোয়াটস এ্যাপ গ্রুপে সাম্প্রতিক ব্যাংকি পরিস্থিতি নিয়ে ভালো একটা আলোচনা হয়ে যায়। সেই আলোচনাটা নিচে উল্লেখ করলাম। আলোচনায় যেমন ব্যাংকার রয়েছে, তেমনি আরএমজি সেক্টরের ইনভেস্টার আছে, ঢাকা সিএমএইচ এর আর্মির লে. কর্নেল ডাক্তারও আছে, স্বনামধন্য আর্কিটেক্টও আছেন, তাই এই আলোচনাটা সাধারণের মধ্যে ব্যাংকিং সম্পর্কে পেশাজীবীদের জনমত বা তার একটা প্রতিফলন বলা যেতে পারে। স্কুল বন্ধুদের মধ্যে কথা হওয়ায় তুই তুকারি আছে যা আমাদের সমাজের চল ও পাঠকদের সহজ ভাবে নিতে অনুরোধ করবো। সাম্প্রতিক ব্যাংকিং সেক্টর নিয়ে মানুষের মনোভাবটা কি তা এই আলোচনা থেকে উঠে আসবে বলে আশা করা যায়।
মারুফ মনসুর (প্রাক্তন এক এনবিএফআই এর এমডি) বলছিল সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় টাকা গায়েব হওয়ার অভিযোগ - ডিবিসি নিউজে শিরনামাকারে এসেছে । তার প্রেক্ষিতে ডা. লে. কর্নেল নুরুল মাসুদের বক্তব্য এত গায়েব করলে আবার লাভ হয় কি ভাবে? এভাবেই আলোচনার সূত্রপাত হোয়াটস এ্যাপের গ্রুপে। আমিঃ This year we are in First position in profit রেজানুর সোহেলঃ Public perception is otherwise আমিঃ ডাটা কথা বলে, তুলনামূলক চিত্র দিতাছি খাড়া রেজানুর সোহেলঃ We are good in data manipulation আমিঃ কি সব বলিস, এটা কি কোন পাতি গারমেন্টেস এর উইন্ডো ড্রেসিং। পুরা দেশের ব্যাংকিং জগত এর সাথে জড়িত। এখানে ডাটা মেনুপুলেশন করলে চলবে? সরিষাই যদি ভুত হয়ে যায় তো ভুত ছাড়াবে কে? রেজানুর সোহেলঃ You know how we calculate our country FCY reserves…..now IMF suggest us to recalculate আমিঃ কোন ব্যাংকের মুনাফা উইন্ডো ড্রেসিং করার কোন উপায় নাই। বাংলাদেশ ব্যাংক আছে অভিভাবক। কেউ উল্টা পাল্টা তথ্য দিলে তার দফা রফা করে দিবে। তোরা কি যে বলিস, বুঝি না। আমাদের ব্যাংকের বিভিন্ন শাখার খবরও তো আমরা পাই। আমাদের নন পারফর্মিং এ্যাসেট কমেছে। লোন রিকভারি বেড়েছে। তরুণ প্রজন্ম উচ্চতর পদে চলে আসছে। তারই প্রতিফলন এবারকার মুনাফায় প্রথম হওয়া। ব্যাংকিং সেক্টরে ভুয়া তথ্য দিলে সে তৎক্ষণাৎ ধরা পরে যাবে। এটা লুকোচুরির ব্যাপার না। তোরা সব বোকার স্বর্গে বসবাস করিস। রেজানুর সোহেলঃ Bankers bank এর গায়ের চামড়া নাই…হেরা কী করবো? আমিঃ সরকারের স্ট্যাটিসটিক্স দপ্তর গণসুমারি করে যখন বললো দেশের জনসংখ্যা ১৬ কোটি ই আছে, আমার ড্রাইভার বলছিল ওটা ভুয়া তথ্য দিছে। আমি বললাম এই খবর ভুয়া হলে সরকার চলতে পারবে না। এই তথ্যর সাথে দেশের অর্থনীতি, মুদ্রানীতি, রাজনীতি, সমাজনীতি সব জড়িত। আর দেশের একটা বড় মন্ত্রণালয় ভুয়া তথ্যের উপর ভর করে সব সিদ্ধান্ত নিবে, এটা আমার গাড়ির ড্রাইভার মনে করতে পারে কিন্তু আমার তাতে সায় দেয়া কিংবা সেরকম মনে করা সাজে না। ১৮ বছরের স্কুলিং এর বিদ্যা তাতে লজ্জা পাবে। বাংলাদেশ ব্যাংক এখন যে অবস্থায় আছে তা প্রশংসার দবি রাখে। এনপিএসবি, আরটিজিএস এর মত ব্যবস্থা, এফআইইউ এগুলো দারুণ কাজ করছে। ব্যাংকিং সেক্টর নিয়ে তোরা তেমন কিছু জানিস না। খামাখা তর্ক করিস। ১ মিনিটে এখন সিআইবি বের করা যায় যে কারো। ঋণ খেলাপি কিনা তা জানা যায়। কি মনে করিস তোরা বাংলাদেশ ব্যাংককে? তোরা সব আজব দেশের বাসিন্দা, বাংলাদেশ সম্পর্কে কিচ্ছু জানিস বলে মনে হয় না। সোহেলঃ Paranoid….we are miraculous highly blessed by nature আমিঃ মনে করতে থাক, আজগুবি সব চিন্তা ধারা। দেশ চলতেছে ঠিক মতই। কোথাও চরম অবনতি হলে তার সংবাদ ঠিকই পেতাম। আমার নেটওয়ার্কের কোথা থেকে কোন নেগেটিভ তথ্য নাই। সোহেলঃ bottom line…..We are not able open LC as wanted, banks are calling us several times for deposits. Banks are in FCY crunch and LCY crunch আমিঃ সারা পৃথিবীতে ডলার ক্রাইসিস, যখন বাবল এন্ড বার্স্ট হয় তখন এ দেশে বেচে গেছে। আমেরিকায় মানুষ চাকরি হারাচ্ছে অথচ আমরা তার ধাক্কা সামলায়ে উঠেছি। করনার সময়ও আমরা পারছি। এই ডলার ক্রাইসিসেও আমাদের দেশে পাকিস্তানের মত ২০০ টাকা হয় নাই ডলারের দাম। চোখে ঠুলি পড়ে থাকলে হয়? আমাদের নিজস্ব সম্পদ দিয়ে তোরা সুতা বানাতে পারিস না, কাপড় হয় না আমাদের দেশে? সব কজে এলসি এলসি করিস কেন। বেক টু বেক এলসি না করে দেশিয় সম্পদ কাজে লাগতে পারিস না? আমেরিকার এক ক্লায়েন্ট বলছিল পাটের বানানো ডিসপোজেবল গারবেজ ব্যাগ প্রকল্পটি বন্ধ হয়ে গেছে এ দেশে? পাটের ডিসপোজেবল গারবেজ ব্যাগ হলে প্লাস্টিকের গারবেজ ব্যাগ বাতিল হয়ে ওটার জায়গা এটা দখল করে নিবে। নতুন কিছু করতে পারিস না, খালি এলসি খুলতে পরছি না দেখে হা হুতাশ। সোহেলঃ পাকিস্তান এর সাথে তুলনা করে শান্তি পাওয়ার কোন কারণ দেখি না। আমিঃ আজকের রেট ছিল 124.70 টাকা। আরিফ আমাদের বন্ধু সকালে আসছির আমার অফিসে ডলার রেট জানতে। আমার এক মামা প্রায় ১৯ লক্ষ টাকার ডলার কিনে রাখছে এই ভেবে যে দাম আরো বাড়বে, সে বলছিল ৫০০ টাকা হবে, তাও দুই মাস আগে, কই বাড়ছে? ২০০ টাকাও তো হয় নাই। বাড়বে হয়তো কিন্তু কেউ শিওর দিচ্ছে শুধু মাত্র তার চাপার জোড়ে, নাও বাড়তে পারে। অনুমান অনুমানই, তোগো যা মনে চয় ভাবতে থাক। আমার সময় নষ্ট করিস না। সোহেল এলসি খুলতে পারতাছে না তাই তার ধারনা হইছে আমাগো দেশ রসাতলে গেছে। ও ভাবতে থাক আর দেখতে থাক। সোহেলঃ কোন হলায় কইসে ? India’s FCY reserve is 500 billion আমিঃ তোরে সাধারণ একটা ইনডিকেটর দেই (ডাটা থাক বাম হাতে) নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বাড়ছে কিন্তু বিরোধী দল গুলা রাস্তায় এক লাইনে ব্যানর নিয়া মিছিল করে। পিছনে জনগণ নাই, মানেটা কি? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যদি মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাইত তা হলে রিক্সা ওয়ালা থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্তর পেটে টান পড়তো, তারা ঘরে থাকতে পারতো না। শ্রীলংকার মত অবস্থা হইতো। নিশ্চয়ই মানুষের পারচেজিং পাওয়ার পেরটি (পিপিপি) বাড়ছে। ক্রয় ক্ষমতা বাড়ছে তা না হলে বিরোধীরা এটারে ইস্যু বানায় না কেন? বানাতে পারছে না তাই। বিরোধী দলগুলার ইস্যু তত্ত্বাবধায়ক সরকার, দ্রব্য মূল্যর উচ্চ মূল্য না। এটা কি একটা সংকেত না আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে? বাজারে পণ্য আছে ক্রেতাও আছে তার মানে অর্থনীতি সচল আছে স্বাভাবিক আছে। এটা কি কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখায়ে দেয়া লাগবে?
উপরের আলোচনাটা হয়েছিল জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এর পর সময় পর হয়ে যখন বিভিন্ন ব্যাংকের মধ্যে মার্জার আর একুইজিশন প্রস্তাব করছিল বাংলাদেশ ব্যাংক তখন ৯ এপ্রিল এ নিচের আলোচনাটা হয়।
Maruf monsure, Ex MD, NBFI> ভাল ছেলের সাথে খারাপ মেয়ের বিয়ে দিলে যা হয়, আমাদের ভাল (?) ব্যাংকগুলার সাথে খারাপ ব্যাংকের Merger and acquisition এ-ও তাই হচ্ছে আর এর পরিণতি মোটেও ভাল হবে বলে মনে হয় না। বিশাল দুর্নীতি ঢাকা পড়ে যাবে আর ভাল ব্যাংকগুলার পাইন মারা যাবে। সময় কথা বলবে। সাধু সাবধান! লন্ডন থেকে ডাক্তার Tomal>আমারও তাই মনে হয়। আমি তো ব্যাংকিং এর কিছুই বুঝিনা, তবে মনে হচ্ছে এর মাধ্যমে কতগুলো চোর বাটপারের এক্সেপ রুট তৈরি করা হচ্ছে। একটু ভালো ব্যাংকগুলোর টাকা দিয়ে ওইসব চুরি করা টাকা কম্পেনসেট করা হচ্ছে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেলে চোর গুলোকে আইডেন্টিফাই করা যেতো, কিন্তু এখন তো এইসব কাহিনী হাওয়ায় মিলিয়ে যাবে, কেউ জানবেও না। Lipu in Education sector> এটা করা হচ্ছে শুধুমাত্র যারা হ্যালোর জোরে হাজার কোটি টাকা লোন নিয়েছে তাদের বাচানোর জন্য আর গোটা আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। সামনে পরিণতি ভয়াবহ। সম্ভবত যারা আমাদের দেশ নিয়ে সুদুপ্রসারি প্লান করেছে তারা এখন জাল গুটাইয়া আনতেছে। Taraque H. Chowdhury, Architect> আমারও হুবুহু এই জাল গুটানোর ফিলিংটা হচ্ছে।
উপরে আমার বন্ধুদের আলোচনাটি এ দেশের পাঁচ মিশালী জনগণের মত বলে ধরে নেয়া যায় কিংবা একটা স্যাম্পল জনমত বলে ধরে নেয়া যায়। এখন জুন মাস চলছে, বেশ কয়েকটা ব্যাংক মার্জার আর একুইজিশনও হয়ে গেছে। সব থেকে মজার মন্তব্যটা গতকালের। আমার মামা ফোন করে জানতে চাইলো রিউমার শোনা যাচ্ছে বিভিন্ন ব্যাংক নাকি গ্রাহকদের টাকা দিতে পারছে না? আমি বললাম, হ্যাঁ মামা আমিও তাই শুনেছি, মামা জিজ্ঞাসা করলো লোকজন নাকি ব্যাংক থেকে টাকা উঠায়ে ঘরে নিয়ে জমা করছে, কথাটা শুনে আমি হেসে দিয়েছিলাম। ব্যাংকিং পরিস্থিতি যে ভয়াবহ তা বুঝা যায় কিন্তু কতটা ভয়াবহ তা বুঝা সত্যিই মুশকিল। একেবারে স্বচ্ছ করে বুঝার উপায় নাই, এই মুহূর্তে শুধু এটুকুই বলা যায়।
প্রশ্ন ১) বাংলাদেশের সাম্প্রতিক ব্যাংকিং সেক্টরের সম্যক অবস্থাটা বলেন?
চ্যাট জিপিটি 3.5 : বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সাম্প্রতিক কয়েক বছরে অনেক পরিবর্তন এবং উন্নতি অনুভব করেছে। এই সেক্টরের বিকাশ সংকেত হিসেবে বিভিন্ন উন্নতি ও চ্যালেঞ্জ দেখা যাচ্ছেঃ
ডিজিটাল ব্যাংকিং: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং প্রণালী ত্রাণ পাচ্ছে। অনেক ব্যাংক অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা উপলব্ধ করে এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে অনেক জনগণ পরিচিত হয়েছেন।
ফিনটেক এবং স্টার্ট-আপ: ফিন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক) সেক্টরে বাংলাদেশে অনেকগুলি স্টার্ট-আপ উদ্ভাবন করেছে, যা ব্যাংকিং পরিষেবা উন্নত করতে সাহায্য করছে।
মোবাইল ফিন্যান্স: মোবাইল ফিন্যান্স সেবায় অনেক জনগণের অংশগ্রহণ হচ্ছে, যা তাদের অর্থনৈতিক সম্প্রদায়ে অধিকারী করছে।
নতুন প্রযুক্তি এবং সুরক্ষা: ব্যাংকিং সেক্টরে নতুন প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে সিকিউরিটি এবং ডাটা সুরক্ষা বাড়াচ্ছে।
চ্যালেঞ্জ: তবে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন ক্রেডিট রিস্ক, প্রযুক্তি স্বার্থ, এবং ব্যাংকিং সেবার জন্য সামাজিক এবং আইনি বাধা।
সারাংশঃ বাংলাদেশের ব্যাংকিং সেক্টর প্রযুক্তিগত উন্নতি এবং ডিজিটাল প্রণালীর মাধ্যমে ব্যাপক সংস্থানিক ব্যবস্থা উন্নত করছে, তবে এখনো কিছু চ্যালেঞ্জের সামনে রয়েছে।
প্রশ্ন ২) বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক গুলোতে যে লিকুইডিটি ক্রাইসিস তার কারণ ও প্রভাবক গুলো কি কি?
চ্যাট জিপিটি 3.5 : বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কিছু ব্যাংকের মধ্যে লিকুইডিটি ক্রাইসিস হয়েছে, যা প্রধানত নিম্নলিখিত কারণে ঘটেছে:
জোরের ক্রেডিট বৃদ্ধি: কিছু ব্যাংক প্রাসঙ্গিক ভাবে জোর করে ক্রেডিট প্রদান করেছে, যা লিকুইডিটি সংকটে পরিণত হয়েছে।
ট্রাস্ট ক্রেডিটের সমস্যা: কিছু ব্যাংকে একের পর এক ট্রাস্ট এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে অসামঞ্জস্য লেনদেনের কারণে প্রধানত লিকুইডিটি সংকট ঘটেছে।
অজানা রিস্কের উপর অত্যধিক নির্ভরতা: কিছু ব্যাংক অজানা রিস্কের উপর অত্যধিক নির্ভরতা করেছে, যা পরবর্তীতে লিকুইডিটি সংকটে ফেলেছে।
অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং মার্কেটের বর্ধন: বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানের কিছু অবস্থা এবং বিদেশী মার্কেটের বর্ধন কারণে কিছু ব্যাংক লিকুইডিটি সংকটে পড়েছে।
এই লিকুইডিটি সংকট গুলির ফলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে নিরাপত্তা ও ভারসাম্যর বিশেষ কিছু সমস্যায় পড়েছে, যা হতে পরিত্রাণ পেতে প্রচুর প্রচেষ্টা প্রয়োজন।
প্রশ্ন ৩) বাংলাদেশে ইসলামী শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক গুলোর সাম্প্রতিক সামর্থ্য কতটুকু?
চ্যাট জিপিটি 3.5 : ২০২২ সালের তথ্যর উপর নির্ভর করে করা বিশ্লেষণে বলা যায়, বাংলাদেশে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক গুলো প্রায়শ্চিত্তিক গতি অনুভব করছে। কিছু বৃহত্তর ইসলামী ব্যাংক যা প্রধানত বাংলাদেশে প্রকাশ্যে কাজ করছে এবং সকল প্রধান সাংবাদিক রিপোর্ট অনুসারে তাদের অনেকগুলি অগ্রগতির ক্ষেত্র তুলে ধরেছে।
ইসলামী ব্যাংকিং সেক্টর বাংলাদেশে গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে কারণ এটি ব্যাংকিং প্রক্রিয়াকরণে শীর্ষ গুণগত উন্নতি এনেছে। যদিও এটি নির্দিষ্ট সংখ্যা হিসেবে প্রকাশিত হয়নি, তবে সামগ্রিক ভাবে মনে হয় যে ইসলামী ব্যাংকিং সেক্টর বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের মধ্যে এর প্রতিষ্ঠান এবং সেবার জন্য আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
সারাংশ হিসেবে, বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টর সাম্প্রতিক সময়ে উন্নতির একটি ট্রেন্ড প্রদর্শন করেছে, তবে সেখানে অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে।
প্রশ্ন ৪) বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এস আলম গ্রুপের ভূমিকা কি?
চ্যাট জিপিটি 3.5 : সালাউদ্দিন আলম এবং তার পরিবারের গঠিত এস আলম গ্রুপ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলির একটি বৃহত্তর এবং প্রভাবশালী প্রতিষ্ঠান। এস আলম গ্রুপ ব্যাংকিং সেক্টরে তাদের অধিষ্ঠিত রয়েছে এবং এটি বাংলাদেশের ব্যাংকি অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে।
এস আলম গ্রুপের অন্তর্গত বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং অন্যান্য বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠান রয়েছে। তাদের এই প্রতিষ্ঠানগুলি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে প্রভাবশালী ভূমিকা রাখে এবং সেক্টরের উন্নতি ও বৃদ্ধির সাথে সাথে কার্যক্রম করে যাচ্ছে।
সারাংশঃ এস আলম গ্রুপ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
Question 5 to Chat GPT 3.5: How do you predict the development of Bangladesh's Banking sector?
চ্যাট জিপিটি 3.5 : Predicting the development of Bangladesh's banking sector requires considering various factors, including economic indicators, government policies, technological advancements, and global economic conditions. While I cannot make future predictions with certainty, I can provide an analysis based on historical trends and existing data.
Here are some factors to consider:
Economic Growth: Bangladesh has experienced robust economic growth over the past decade, driven by its garment industry, remittances, and a growing middle class. A strong economy generally supports a thriving banking sector.
Financial Inclusion: The government and the central bank of Bangladesh have been promoting financial inclusion initiatives to bring more people into the formal banking system. This includes expanding branch networks, promoting mobile banking, and offering financial literacy programs.
Regulatory Environment: The regulatory framework plays a crucial role in shaping the banking sector. Bangladesh Bank, the central bank of Bangladesh, has been implementing reforms to strengthen the sector, improve governance, and enhance risk management practices.
Technology and Innovation: Technological advancements, including digital banking, fintech solutions, and online payment systems, are transforming the banking landscape globally. In Bangladesh, there has been a growing focus on adopting digital solutions to enhance efficiency, reach underserved populations, and offer innovative financial products and services.
Challenges: The banking sector in Bangladesh also faces challenges, such as non-performing loans, governance issues, and cyber security risks. Addressing these challenges effectively is crucial for sustainable growth and stability.
Given these factors, the development of Bangladesh's banking sector is likely to continue evolving, driven by economic growth, technological advancements, and supportive government policies. However, addressing existing challenges and ensuring robust risk management practices will be essential to maintain stability and foster long-term growth.
It's important to note that unforeseen events, changes in global economic conditions, or shifts in government policies can also impact the trajectory of the banking sector. Therefore, continuous monitoring and adaptive strategies will be crucial for stakeholders in the banking industry in Bangladesh.
চ্যাট জিপিটি 3.5 কে করা উপরের পাঁচটি প্রশ্নর সুন্দর উত্তর প্রদান করেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আছিরেই এটি আরো উন্নত হবে আশা করা যায়। অনেকে ভয় পায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি এতটাই উন্নত হয়ে যায় তবে তো সে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে এবং হয়তো কোন একসময় মানুষ এই বুদ্ধিমত্তার উপর এতটাই নির্ভরশীলে হয়ে যাবে যে সে তার নিজের সৃজনশীলতা হারায়ে ফেলতে পারে। এই আশংকা নিতান্তই নির্বুদ্ধিতা মনে হয় আমার কাছে। ডিনামাইটের আবিষ্কার মানব সভ্যতাকে ধ্বংস করে নাই বরং উন্নতিতে অধিক সহায়ক ভূমিকা পালন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যতই উন্নত হোক না কেন তা মানব বুদ্ধিমত্তাকে সহায়তা করতে পারে কিন্তু তাকে অতিক্রম করতে পারবে না কারণ স্রষ্টাকে সৃষ্টি কখনই অতিক্রম করতে পারে না। সৃষ্টি যতটা উন্নত হবে স্রষ্টা তার চাইতেও উন্নত অবস্থানে থাকবে সেটাই স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়ম। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কল্পকাহিনী রচনা সম্ভব কিন্তু যারা বাস্তবতার সাধারণ সূত্রগুলো বুঝে তাদের কাছে এটা অত্যন্ত পরিষ্কার যে যন্ত্র কখনই মানব সভ্যতার অতিবর্তী হতে পারবে না, সব সময় অনুবর্তী হয়েই থাকতে হবে। এমনকি যন্ত্রকে যদি মানব চেতনার মত সেল্ফ লার্নিং ও সেল্ফ ডেভেলপিং ক্যাপাবিলিটিও প্রদান করা হয় তবুও মানুষ তার লাগাম নিজের হাতে রাখবে। এটাই সৃষ্টি ও স্রষ্টার মধ্যকার প্রাথমিক, প্রাকৃতিক ও একমাত্র শর্ত।
সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ৩জানুয়ারী২০২৪> ১৮মার্চ২০২৪> ২৭মার্চ২০২৪> ৩১মার্চ২০২৪>৩১মে২০২৪>১২ জুন ২০২৪
আমার কাছে অনেকের প্রশ্নর উত্তর
https://surzil.blogspot.com/2024/02/blog-post_28.html
ব্লগ লিংকঃ https://surzil.blogspot.com
ফেইসবুক প্রফাইলঃ https://www.facebook.com/mustafa.surzil.rawnak
চ্যাট জিপিটি 3.5 : https://chatgpt.com
No comments:
Post a Comment