Monday, June 16, 2025

আমার অনুকাব্য (কণিকা কাব্য) সমগ্র

 

(৪) -১৮-০৬-২০২৫

চপল চঞ্চল ছন্দে মনোহর,

হাঁটিছে অবহেলে অনিন্দ্য সুন্দর,

পুরুষের চোখে সে সদা ঊর্বশী,

আদতে সে নারী, সর্বগ্রাসী সুন্দরী।



সূর্য হামলে পড়ে তাহারে চায়,

সেও রোদ্দূর মারিয়ে যায়,

আলো যা সব সে নিলো শুষিয়া,

আকাশের চাঁদ পড়িল মাটিতে খসিয়া।

 

 (3) -১৬-০৬-২০২৫

ছাড়িয়া মহাকাব্য

লিখিতেছ অনুকাব্য !

সাহস তো কম না,

খিচুড়ি সব ভাবনা !

 


(2)

মুক্ত আমি,

মুক্ত মনে

অনাবিল এক শান্তি।

মনের সাথে প্রকৃতি মিশায়ে,

বিদায় দিয়েছি ক্লান্তি।


  (1) -1988 
(কৈশরকালীন অনুধাবন)

স্রষ্টা আমায় দেয়নি কোন
স্ফীত অংশে নিবাস,
দিয়েছে কেবল
সময়ের সংকীর্ণ পথে
বসবার অবকাশ।

 
 
 
 


(4) 

Aprox. During 1994

How the dream comes true?

When you get, something new;

In your mind, keep the view.

Then, Try to find, the way to do;

the thing you got, In your view.

Only then, The dream comes true.

 

(3) 24jun2025

Where do I find time to write?

Simple answer mine,

your time trembles,

mine at peace.

Never mind though,

reality is ever fresh

and never plays blind.

I love time thus

it gives me space to write !