"শ্লোক" শব্দের অর্থ হল কবিতা বা শ্লোক। এটি মূলত সংস্কৃত ভাষার একটি ছন্দবদ্ধ রূপ যা প্রাচীন ভারতীয় সাহিত্যে ব্যবহৃত হত। সাধারণভাবে, শ্লোক বলতে ৩২টি অক্ষর বা পংক্তির একটি পদ বা স্তবক বোঝায়, যা চারটি চরণে বিভক্ত থাকে। এটি বৈদিক সাহিত্য এবং অন্যান্য ধ্রুপদী সংস্কৃত গ্রন্থেও ব্যবহৃত হয়েছে। যা চার চরণে বিভক্ত থাকে, এরকম দুটি স্তবক দিয়ে দারুন উপায়ে একটা মূল্যবান কথা বলা যায়। আমার লেখা শুদ্ধাচার শ্লোক গুলো জুলাই মাসের মধ্যভাগে আমার মনে চলে আসে যা লিখে রাখি। এটার পর একটা মাথায় আসতে থাকে দেখে আমি নিজেই কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। আরো চেষ্টা করলে পারবো এরকম মনে হলো, তবে তখন তা বন্ধ রাখলাম কারন এতগুলো একসাথে মাথায় আসলো আরো আসতে চা্চ্ছে মানে, শুদ্ধাচার সমাজে নাই এই অভাব বোধ থেকে এর উৎপাদন হচ্ছে, কিন্তু জনসাধারণ এ বিষয়ে অসচেতন, এমতাবস্থায় যদি আমি একাধারে এতগুরো শ্লোক দেই তবে তারা আমাকে পাগোল ভেবে বসতে পারে। তাই থেমে গিয়েছিলাম, তবে পরে আবারও লিখবো, যতদিন পারি লিখবো, যতদিন সমাজে শুদ্ধাচার ফিরে না আসে ততদিন চেষ্টা করতেই থাকবো কলম দিয়ে আর মন দিয়ে।
বাংলা ভাষায় ছন্দ তিন প্রকার
১। অক্ষর বৃত্ত
২। স্বর বৃত্ত
৩। মাত্রা বৃত্ত
এই তিন বৃত্তেই নিচের শ্লোক গুলো আমার মনে এসেছে যা আমি লিখে রেখে পরে এখানে প্রকাশ করলাম। পরে শুদ্ধাচারের উপর আরো নতুন শ্লোক মনে আসলে এখানেই সংযোজন করে রাখবো।
শুদ্ধাচার কাহারে বলে,
জানে কে, বা কয়জন?
সত্যাসত্যের ভয়ানক জালে
অন্ধকারে নিমজ্জন।
তামাসা করিয়া সকলে বলে,
আরে ভাই, চালিয়ে যান!
পরে যা হবার হবে,
আগে বাঁচান নিজের প্রাণ।
------------ ✍🏻 সার্জিল ২৩জুলাই২০২৫ (৮)
শুদ্ধাচার কি রে ভাই?
খায় না, মাথায় দেয়?
বলতে গেলে দাঁত ভেঙ্গে যায়,
এমত তর শব্দ হয়?
কঠিন করে কেন বল?
সহজ করে বলি তাই,
শুদ্ধ চিন্তা, শুদ্ধ আচার,
খায় না, মাথায় দেয়।
------সার্জিল (২২) ২৯-জুলাই-২০২৫।
ক্ষণিক সুখে অন্ধ তুমি
খানিক বাদেই বিপর্যয়
যত্র তত্র ময়লা ফেলে
ভাবছো, এতে কি বা হয়?
এই ময়লা তোমার স্কন্ধে এসে
পড়বে, তুমি জান না।
শুদ্ধাচারের অমোঘ বানী
একটু খানি শেখ না?
----- সার্জিল, ২৫ জুলাই ২০২৫ (১০)
জীবন টা দুই দিনের, তাই,
হট্টগোলে জড়িও না।
সত্য-মিথ্যার রটনায়,
নিজেকে ভুলিও না।
শুদ্ধাচার চর্চা করে,
বিশুদ্ধ জীবন গড়।
মরলে পরেও, বলবে লোকে,
তুমি ছিলে মস্তবড়।
------সার্জিল (২৯) ১৬-আগস্ট-২০২৫।
পর চর্চা, পর নিন্দা
না করিয়া ভাই,
শুদ্ধাচার চর্চা কর,
বিকল্প আর নাই।
নিজের প্রতি খেয়াল রাখ,
যেন না হয় ভুল।
পরচর্চায় শান্তি নষ্ট,
কর তা নির্মূল।
------সার্জিল (২৮) ১৬-আগস্ট-২০২৫।
শুদ্ধাচারের বাণী রে ভাই,
শুদ্ধাচারের বাণী।
কর্ণ দিয়ে প্রবেশ করাই
মর্মে গিয়ে হানি।
স্বার্থ তাকে বাঁকিয়ে দিবে?
এমন যদি হয়।
মানুষ কিসে, তবে তুমি
বানর মনে হয়।
------সার্জিল (২৭) ২৯-জুলাই-২০২৫।
ছন্দে ছন্দে, দুলি আনন্দে
দেশের সম্পদ করি পাচার।
ভেবেছ হয়তো এভাবেই চলবে
দেশ সুদ্ধ যত অনাচার
ক্রুদ্ধ জনতা বুঝবে যেদিন,
জোটবদ্ধ হয়ে,
ধরবে তোমায় ঘাড়ে গর্দানে
শুদ্ধাচার দিয়ে
------------ ✍🏻 সার্জিল ০৬আগস্ট২০২৫ (২৮)।
শুদ্ধাচার করতে বলে,
সবাই কেবল ভাব দেখায়।
শুদ্ধাচার কাহাকে বলে
কেউ কাহারে না বুঝায়।
অন্ধ জাতি বদ্ধ মনে
করে কেবল হা, হুতাশ,
নিজে করে অন্যকে বল
তবেই কেবল জাতির বিকাশ।
------------ ✍🏻 সার্জিল ০৭আগস্ট২০২৫ (২৯)।
লোকে বলে একা আমি
বদলে গেলে কি হবে?
সকলে না বদলালে কি,
শুদ্ধাচারে কাজ হবে?
সকলে কি যন্ত্রমানব,
চাবি দিলেই ঠিক হবে?
তোমার মন শুদ্ধ কর,
জাতি একদিন ঠিক হবে।
------------ ✍🏻 সার্জিল ০৭আগস্ট২০২৫ (৩০)।
পাল্টে গিয়ে তোমার মত
অন্যে যদি ভালো হয়?
শুদ্ধ সমাজ গড়তে তবে
তোমার এত কেন ভয়?
শুদ্ধাচারের জন্য তুমি
কয়টা কথা বলো না,
দেখবে সমাজ শুদ্ধ হবে
সময়েরই তাড়না।
------------ ✍🏻 সার্জিল ০৭আগস্ট২০২৫ (৩১)।
ভালোর ভালো, সবাই বলে।
বলে সবাই ভালো হও,
খারাপ ভালো মিলেই মানুষ
তাও কি তুমি ভুলে যাও?
শুদ্ধ বিচার, শুদ্ধ আচার,
শুদ্ধতাতে পূর্ণতা।
এই ভালোর কথা কেউ বলে না,
এইখানেতেই ব্যর্থতা।
------------ ✍🏻 সার্জিল ০৭আগস্ট২০২৫ (৩২)।
-----
শুদ্ধাচারে আত্ম তুষ্টি
প্রশান্তিতে মন।
পুষ্প বনে মধু মক্ষী
করে আহরণ।
জাতি শুদ্ধ, সকলে মুগ্ধ
এমন কোলাহল
অযাচারে পাবে না ভাই
এমন তর বল।
------সার্জিল (২৬) ২৯-জুলাই-২০২৫।
কর্মজীবনে খাইতে বাঁশ
ফাঁকি দিয়াছ কি বুঝে শুনে?
নিজের পায়েই কুড়াল মার ।
কি লাভ তোমার বল দেখি?
নিজের ক্ষতি নিজেই করে।
অধ্যবসায় চর্চা করে,
শুদ্ধাচারে জীবন গড়।
------সার্জিল (২৫) ২৯-জুলাই-২০২৫।
সততার সংগা কি, দিনে দিনে বদলায়?
অসৎকে সৎ বললে, কভু কি তা ঠিক হয়?
মগ দের মুল্লুকে যদিও বা তাই হয়,
আমাতে তোমাতে সৎ কোথা পাব তবে হায়?
শুদ্ধ অশুদ্ধ নিয়ে,
তর্কে জড়িও না,
নিজ মনে সৎ থাকো,
শুদ্ধাচার তারে কয়।
------সার্জিল (২৪) ২৯-জুলাই-২০২৫।
সত্য কথন, সত্য ভাষণ,
স্বার্থ নির্ভর যদি হয়।
কিসের সত্য? কিসের ভাষণ?
মিথ্যা ছাড়া কিছু নয়।
শুদ্ধাচারের বাণী দিয়ে
জাতী গঠন করেন তাই।
সব ফুরলেও, থাকবে কিছু
বুঝতে যদি পারেন ভাই।
------সার্জিল (২৩) ২৯-জুলাই-২০২৫।
শুদ্ধাচার কি রে ভাই?
খায় না, মাথায় দেয়?
বলতে গেলে দাঁত ভেঙ্গে যায়,
এমত তর শব্দ হয়?
কঠিন করে কেন বল?
সহজ করে বলি তাই,
শুদ্ধ চিন্তা, শুদ্ধ আচার,
খায় না, মাথায় দেয়।
------সার্জিল (২২) ২৯-জুলাই-২০২৫।
হন্যে হয়ে আছেন ভাই?
বলে নি কেউ? সেথায় যেতেও,
শুদ্ধাচারের শর্ত চাই।
বলবে যে জন, নিজেই সে তো
শুদ্ধাচারই বুঝে না,
মনে মনে ভাবে হয়তো
বাংলা আমার ভাষাই না।
------সার্জিল (২১) ২৯-জুলাই-২০২৫।
তছবী জপে, ভাবছো তুমি
জীবন শেষে স্বর্গে যাই।
সেথায় গিয়ে থাকবো সুখে
পৃথিবীর তো দরকার নাই।
এখানে তাই ইচ্ছা মত
যা খুশি তা করে যাই।
ভন্ড তুমি, জান না যে,
ওই খানেও তো শুদ্ধাচার চাই।
------সার্জিল (২০) ২৯-জুলাই-২০২৫।
তন্ময়তায় মত্ত হয়ে
ভালোবাসার গল্প কত
যত্তসব ওই ফাঁকা বুলি
কয়েক দিনেই ফানুস হয়।
শুদ্ধাচারে মত্ত হয়ে
ভালোবেসো অনেক করে
থাকবে তুমি সখার সাথে
সাথে লয়ে শান্তি যত।
------সার্জিল (১৯) ২৯-জুলাই-২০২৫।
খাঁচা বদ্ধ মানুষ মোরা,
খাঁচাতেই থাকি, খাই।
ইট, পাথরের কঙ্কালে
মানব মনের খবর নাই।
মনটারে উন্মুক্ত করে,
শুদ্ধাচার ভরে দাও।
দেখবে তুমি শুদ্ধ হয়ে,
সুধী সমাজ গড়বে ভাই।
------সার্জিল (১৮) ২৯-জুলাই-২০২৫।
তত্ত্ব কথা, মত্ত কথা,
বলার লোকের অভাব নাই।
জ্ঞানের কথা বলতে গেলেই,
তোমার কোন পাত্তা নাই।
শুদ্ধাচারে কী ফল হবে?
বলেন সেটা আগে, ভাই।
পয়সা কত দিবেন, যদি
শুদ্ধাচার করে দেখাই?
------সার্জিল (১৭) ১৯-জুলাই-২০২৫।
টাকা, পয়সা থাকলে পরে
অভাজনের অভাব নাই।
ফুটা পয়সা দিতে বললে
ওরে বাবা, খবর নাই।
শুদ্ধাচার থাকতো যদি
অভাব থাকতো পকেটে।
মানবতার পক্ষ নিয়ে,
থাকতো সবাই নির্ভয়ে।
------সার্জিল (১৬) ২৯-জুলাই-২০২৫।
ভালো আমি, ভালো তুমি
ভালো যদি সব হতাম?
এত্ত ভালো থাকতে তবে,
দুর্নীতির ওই বাসা কই?
দেশ জোড়া দুর্নীতির মানে
তুমি, আমি ভালো নই।
শুদ্ধাচারই করতে পারে,
সকল মনের শুদ্ধি ওই।
------সার্জিল (১৫) ২৯-জুলাই-২০২৫।
No comments:
Post a Comment