Saturday, June 14, 2025

তারেক হোসেন চৌধুরী (ওপেল) এর অনুকাব্য

 

২০১৯

ঐ ঠোঁটে আটকে আছে দৃষ্টি

কী মিষ্টি কী মিষ্টি

চোখের মনিতে টলটলে দৃষ্টি

যেন বর্ষার প্রথম পশলা বৃষ্টি।
 
 
 ০৩-০১-২০২৫

ভেবেছিলাম ফুটাবো ফুল
শুকিয়ে গেলাম শিকড়ে,
যা করেছি সব করেছি ভুল,
হলো না উঠা আর শিখরে !

১৪-০৮-২০২৫

তাহাকে বলিলাম তুমি
দিও মোর কলমখানা চুমি,
টুকটাক কবিতা আমি লিখব…
কলম চুমিতে গিয়ে যে সে
হাতে চুমিলো হেসে,
কবিতা হইয়া গেলো মহাকাব্য!

২৩-১২-২০২১

(১)

খুঁজিতেছি আমি তার চুড়ি
জন্ম জন্মান্তর ধরি-
নিটোল সে হাতে মানাবে কি কাঁচ?
বিধাতার হাতে গড়া নিখুঁত সে ছাঁচ!
খুঁজিতেছি খুঁজিতেছি কতকাল ধরি
সোনা নয়, রূপা নয় - সে কাঁচের চুড়ি!
শিউলীর গন্ধমাখা সে নিটোল হাত
রেশমী চুড়ির খোঁজে কত কত রাত,
নির্ঘুম হাঁটি আমি পাথুরে পথে
পারি দেই প্রান্তর রথে মহা রথে।
নূহের নৌকায় ভেসে ইতিহাস গড়ি
কোথাও পাইনি তবু রেশমী সে চুড়ি!

নির্বাণপ্রাপ্ত হয়ে বুদ্ধ হয় শ্রান্ত,
আমার চুড়ির খোঁজ চলে অক্লান্ত !
একদিন কাঁচের এক আয়না খুঁজে পাই,
উদ্ভ্রান্ত চেহারায় সেদিকে তাকাই…
টুং টাং ভংগুর চুড়ি রেশমী,
কোথায় খুঁজিয়া মরি  — সে চুড়ি যে আমি !

(২)

গল্পটি সহস্র বছর আগেকার
বিজ্ঞানীরা করেছে আবিষ্কার,
চকচকে টুং টাং কাঁচ।
তারপর কে বানালো ছাঁচ-
কোন এক শিল্পীর মহা কারিগরি,
ঝিলমিল টুং টাং রেশমী চুড়ি !

কত কত বছর
পেরুলো তারপর,
সময় চলেছে তবু কাটে না সময়,
সবাই অপেক্ষায় - কবে আসবে সে সময়-
প্রেমিক পড়াবে চুড়ি তোমার ঐ হাতে,
মহা প্রলয় থেমে আছে সেই অপেক্ষাতে।

No comments:

Post a Comment