Wednesday, January 11, 2023

আপনি আপনার নিজের ভাগ্যের স্রষ্টাঃ মরগান ফ্রিম্যান এবং ওয়েইন ডায়ার

 

আপনার মনের অবচেতনকে প্রোগ্রাম করুন। আপনি যদি জীবনে বড় কিছু হতে চান, নতুন কোন বড় পরিবর্তন চান কিংবা শক্তিশালী কোন উচ্চাকাঙ্ক্ষা তা যা’ই হোক না কেন তবে অবশ্যই তার একটি বাস্তব সম্মত কল্পনা আপনার মানসপটে দৃশ্যমান হতে হবে। আপনি অবশ্যই প্রথমে এটি কল্পনা করতে সক্ষম হবেন। এই কল্পনাই আপনাকে চালিত করবে ঠিক যতটুকু মনোযোগ তাতে দেয়া হয়েছিল তার অনুপাতে। তাই নজর দেয়া দরকার কতটা মনোযোগ সেই উচ্চাশায় দেয়া হয়েছিল তা যাচাই করে দেখা। আইনেষ্টাইনের এক অতি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ  উক্তি এ রকম যে, তিনি বলেছিলেন “কল্পনা জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান সীমাবদ্ধ আর কল্পনা সারা বিশ্ব জোরা। যুক্তি দিয়ে আপনি এ থেকে বি তে পৌছাতে পারবেন কিন্তু কল্পনায় আপনি সর্বত্র বিচরণ করতে পারবেন। আপনার স্বপ্নকে এমন ভাবে অনুভব করুন যেন তা ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। ইচ্ছা পূরণ হওয়ার অনুভূতি ধরে নিয়ে আপনার ভবিষ্যতের স্বপ্নকে একটি বর্তমান অভিকল্পে রূপান্তরিত করুন। আপনি নিজেকে যা মনে করবেন আপনি এক সময় তাই হয়ে উঠবেন। 

তাই অনুভব করুন সেই সাফল্যের অনুভূতিটি যা আপনার হবে যেখানে আপনি ইতিমধ্যেই আপনার ইচ্ছা স্থাপন করেছেন এবং আপনার ইচ্ছা অবশ্যই সেই উপলব্ধি করতে সক্ষম যা আপনি হতে চান আর সেই অনুভূতি নিয়ে চেষ্টা করতে থাকুন তবেই আপনি সফলকাম হবেন। আপনি কি হতে চান সে সম্পর্কে যদি এই অনুমান বজায় থাকে যতক্ষণ না এটি আপনার প্রভাবশালী অনুভূতি হয়ে ওঠে আপনার আদর্শ অর্জন একেবারে অনিবার্য। আপনাকে প্রথমে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে এই ইচ্ছা পূরণের অনুভূতি অনুমান করতে হবে। অন্য কারো কথার গুরুত্ব দেয়ার কোন প্রয়োজন নাই, ইন্টারনেটে কি বলছে কিংবা রিসার্চ কি বলছে তাতে কিছুই যায় আসে না, অন্য কার কথা আপনার পক্ষে সম্ভব কি সম্ভব নয় তাকেও মূল্য দেয়ার দরকার নেই। আপনি যদি আপনার নিজের স্বপ্নের দিকে আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হন এবং সেইমত জীবনাচরণ করার চেষ্টা করেন, তবে অল্প সময়ের মধ্যেই আপনি একটি অপ্রত্যাশিত সাফল্যের দেখা পাবেন। 

এটি আপনার পিছনে তাড়া করবে যদি আপনি আপনার কল্পনার মধ্যে এটি স্থাপন করতে পারেন যা আপনি অর্জন করতে চান এবং এটি বাস্তব ভাবে অনুভব করতে শুরু করেন। আপনার অবচেতন মনকে পুনরায় প্রশিক্ষিত করা শুরু করুন এবং আপনার অবচেতন মন আপনি যা প্রস্তাব করেন তার প্রতি সাড়া দেয়। অবচেতন মন আপনার জীবন নিয়ন্ত্রণ করে। আপনি যা করেন তার ৯৬ থেকে ৯৭ শতাংশ আপনার অবচেতন মনের প্রভাবে হয়ে থাকে। এবং যখন আপনার অবচেতন মন প্রোগ্রাম করা হয় তখন এটি এগিয়ে যায় এবং আপনার চেতন মন এটিতে যা স্থাপন করেছেন তার প্রতিক্রিয়া জানায়। আপনিই আপনার ভাগ্যের সৃজনকারী, এটা সেই রহস্যময়তা। যুগে যুগে স্বপ্নদ্রষ্টা ও ভাববাদী এবং অতীন্দ্রিয়দের দ্বারা প্রচারিত সেই মহান শিক্ষা। এটি এমন সত্য যা আপনি কখনই বুদ্ধিবৃত্তিক ভাবে অর্জন করতে সক্ষম হবেন না। অনেকের মতই আপনিও হয়তো বিশ্বাস করেন আপনি আপনার জীবনে যেখানে আছেন সেখানে তেমনই আপনার মত অনেকেই আছেন এবং আপনি যা বিশ্বাস করেন তা শুধু নয়, বরং আপনার আছে ছায়া বিশ্বাস যা আপনাকে জীবনে অগ্রসর হতে বাধা দিচ্ছে আপনি যা হতে পারতেন তা হতে।

আমি যা জানি তা হল আপনি যদি আপনার মনের ছায়ার দিকে তাকান, যদি আপনি অবচেতন ভাবে আপনার মনের টেপের মধ্য দিয়ে নিজেকে যা বলছেন তা দেখেন। আপনি যথেষ্ট ভাল না। আপনি যথেষ্ট যোগ্য নন। আপনি যথেষ্ট স্মার্ট নন। আপনি একদমই যথেষ্ট নন, এটি এমন একটি টেপ যা অনেক লোকের মনে বাজছে। আপনি যদি এটি সম্পর্কে সচেতন না হন তবে আপনি সেই বিশ্বাস ব্যবস্থাতেই কাজ করবেন এবং নিজের জন্য কি পছন্দ করা উচিত তা আপনি সত্য বলে জানবেন না। আপনি নিজের সম্পর্কে এতদিন যা বলেছেন তার কারণে আপনি আজ এখনকার অবস্থায় আছেন। কথাগুলো বীজের মতো কাজ করে যখন আপনি কিছু অবচেতনকে বলেন। আপনি যা বলছেন তাতে আপনি প্রাণ দিতে পারেন যদি আপনি এটি ক্রমাগত বলা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত তা বাস্তবে পরিণত হতে বাধ্য। আপনি বীজ রোপণ করছেন যখন আপনি কোনো এক সময়ে স্বপ্ন দেখেছেন আর আপনি সেই ফলটি খেতে চাচ্ছেন। আমার চ্যালেঞ্জ হল আপনি সঠিক ধরণের বীজ রোপণের পরিকল্পনা করছেন কি না তা নিশ্চিত করা। আপনি যদি আপেল চান তবে আপনাকে আপেলের বীজ বপন করতে হবে, আপনি যদি কমলা চান তবে আপনি ক্যাকটাস বীজ, বিষাক্ত আইভি বীজ বা মাশরুমের বীজ রোপণ করতে পারবেন না। আপনাকে সঠিক বীজ থেকে উৎপাদিত ফল কাটতে হবে যা আপনি কোন এক সময় বপন করছিলেন। আপনি নেতিবাচক কথা বলে একটি ইতিবাচক জীবনযাপনের আশা করতে পারেন না। আপনি পরাজয়ের কথা বলে জয়ের আশা করতে পারেন না। আপনি অভাবের কথা বলে কিংবা যা আছে তা যথেষ্ট নয়, বা এটি বহন করতে পারবেন না বলে কখনও এগিয়ে যেতে পারবেন না কিংবা প্রাচুর্যের প্রত্যাশা করতে পারেন না। আপনি যদি নিজেকে গরীব মনে করতে থাকেন তবে আপনার জীবন দরিদ্রই থেকে যাবে।

এটি দুর্দান্ত যখন আপনি এমন কিছু বলছেন যেমন আমি ধন্য, আমি শক্তিশালী, আমি আমার স্বপ্নগুলি পূরণ করবই। এই আমি সেখান থেকে বেরিয়ে আসছি যা আমাকে অবদমিত করে রেখেছিল। এটি কেবল ইতিবাচক হওয়া নয়, আপনি বিজয়ের জয়ধ্বনি করছেন। ভবিষ্যদ্বাণী এবং সাফল্য নতুন স্তরে উত্তরণ ঘটায় এবং আপনার জীবনকে আপনার স্বপ্নর দিকে অগ্রসর করে। কিন্তু অনেক লোক ঠিক উল্টো ভবিষ্যদ্বাণী করে বেড়ায়। আমার কোন ভাল কিছু হবে না। আমার ভাগ্য কখনই ভাল হবে না, ব্যবসার অবস্থা অত্যন্ত খারাপ, আমি সম্ভবত ছাটাই হয়ে যাব। তারা বুঝতে পারেন না যে তারা পরাজয়ের জয়ধ্বনি করছেন। এটা যেন তারা খারাপ ভাগ্য কিংবা অভাবকে ডাকছেন। আপনি যা চান তা হয়ে উঠতে পারেন না কারণ অনেক চাওয়া সত্ত্বেও আপনার কাছে যা নেই সেই শূন্যস্থানের মধ্যেই বসবাস করেন। হলিউড অভিনেতা জিম ক্যারির গল্পটি এত শক্তিশালী, কারণ তিনি এমন ভাবে অভিনয় করতে শুরু করেছিলেন যেন তিনি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন। তার অভিনয়ে আত্মবিশ্বাসের ছটা তাই প্রথম থেকেই ধরা পরে। তিনি মুলহল্যান্ড ড্রাইভে যাবেন কিংবা গাইতে গাইতে ঘুরে বেড়াবেন, এই ভেবে যে ইতিমধ্যেই সেই জিনিসগুলি তার রয়েছে যা তিনি তখনও আয়ত্ত করেননি। তিনি বিশ্বাস করেন যে সেই জিনিসগুলি তার কাছে আসতে চলেছে এবং তিনি সেগুলির জন্যই কাজ করে যাচ্ছেন। জীবনের পুরষ্কার যাতে নিজের কাছে এমন ভাবে আঁকতে পারেন যেন তার কর্মগুলি তিনি যা বলেন তার সাথে সারিবদ্ধ হয় আর তিনি তা মনে প্রাণে বিশ্বাস করেন। সুতরাং আপনি যদি সত্যিই এমন ভাবতে শুরু করেন কেন আপনি এখন এমন যেখানে আপনার জীবনের পছন্দগুলি করেছেন? কারণ এরকম হওয়াকেই আপনি আপনার জন্য যথাসাধ্য সঠিক বলে বিশ্বাস করতেন। 

সময় হয়েছে এখন নিজেকে প্রকাশ করার এবং নিজের উপর বিশ্বাস স্থাপন করার। সময় এখনই নিজেকে মহান হওয়ার জন্য সিদ্ধান্ত নেয়ার ও প্রস্তুত হওয়ার। এই বিশ্বের লোকেরা উপরে উঠার জন্য, উজ্জ্বল রঙ এ রঙ্গিন হওয়ার জন্য, মহান হওয়ার জন্য মানুষকে এড়িয়ে চলতে চায়, কিন্তু এখনই সময় আপনার সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য সিদ্ধান্ত নেয়ার। আপনি আপনার ভাগ্যের বাইরে নিজের কথা বলতে পারেন। নেতিবাচক শব্দগুলি আপনাকে এমন হওয়া থেকে দূরে রাখতে পারে যার জন্য আপনাকে তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে ধরা পড়বেন না। পরাজিত হওয়া বন্ধ করুন, কীভাবে এটি ঘটবে না সে সম্পর্কে কথা বলা ছেড়ে দিন। আপনার লক্ষ্যগুলি লিখতে হবে, আপনি জীবনে যা ঘটতে দেখতে চান তা লিখুন। যেকোনো ক্ষেত্র যেখানে আপনি লড়াই করছেন যেখানে আপনার উন্নতি করতে হবে তা লিখে রাখুন যেন এটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তারপর প্রতিদিন সেই ডিক্রি ঘোষণা করুন। আমরা যা বলি তাই ঘটে তা ভাবা যথেষ্ট নয়। আপনার ভবিষ্যতবাণী এমন ভাবে করতে হবে যেন সেই কথাগুলো আপনার মনের ভেতরটায় ভেসে উঠে। তা শুধুমাত্র আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে না, তা পরিবর্তন করবে আপনি কে সেই পরিচয়টাকেও। আপনার স্বপ্ন আপনাকেই বাস্তবে পরিণত করতে হবে এই দৃড় প্রত্যয় অবচেতন মনে রোপণ করুন।

মরগান ফ্রিম্যানঃ এটি মহাজাগতিক সত্য "আমরা যা করার সিদ্ধান্ত নেই, আমরা যা করতে চাই, তাই আমরা করি!"

ওয়েন ডায়ারঃ আপনি যদি জিনিসগুলিকে দেখার উপায় পরিবর্তন করেন তবে আপনি যে জিনিসগুলি দেখেন তাও পরিবর্তিত হয়।

অপরাহ উইনফ্রেঃ আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হোন কারণ আপনার আরও বেশি কিছু থাকবে। আপনি যদি আপনার যা নেই তাতে মনোনিবেশ করেন তবে যা আছে তা কখনই যথেষ্ট মনে হবে না।

জোয়েল অস্টিনঃ প্রতিদিন সকালে কৃতজ্ঞ মনোভাব নিয়ে ঘুম থেকে উঠুন। আজ আপনার জীবনে ভাল কিছু ঘটবে বলে আশা করুন।

কানি ওয়েস্টঃ আপনি যা বিশ্বাস করেন তা কি আপনি সত্যিই বিশ্বাস করতে পারতেন যদি কেবল আপনিই সেটা বিশ্বাস করার কথা বলতেন?

আমার কথাঃ ইউ টিউবে উপরের ডকুমেন্টারিটি দেখার পর এটির সাব-টাইটেল সংগ্রহ করে অনুবাদ করার ইচ্ছা হয়েছিল বেশ কয় বছর আগে যা আজ সম্পূর্ণ হলো। যে বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে তা হলো এটি বলছে যে স্বপ্ন আপনি দেখবেন তা’র জন্য অবচেতনে এমন একটি অধিকল্পনা আপনাকে করতে হবে যেন তা এখনই অর্জিত হয়ে গেছে। সাফল্য অনুভবের এই বক্তব্যর জন্যই এই ডকুমেন্টারিটি অনন্য। ”মানুষ তার নিজের ভাগ্য নিজে গড়ে” এই বক্তব্য তো বহু পুরানো, সেই রেনেসাঁ যুগের বিখ্যাত লেখক গন তা আগেই বলেছেন, তা হলে এখানে আর নতুন কি বলা হলো। যা নতুন তা হলো এই অবচেতনকে প্রোগ্রাম করার কথা। মানুষ তার নিজের ভাগ্য নিজে গড়ে এই বক্তব্য যারা ধার্মিক তাদের বিশ্বাসের বিরুদ্ধে যায়। যারা বিশ্বাস করেন ভাগ্য পূর্ব নির্ধারিত তরা এই বক্তব্যের সাথে একমত হতে চান না কিন্তু মানুষ যদি ভাগ্য পূর্ব নির্ধারিত ভাবে তবে তার পক্ষে নতুন কিছুর উদ্ভাবন করা সম্ভব হয় না। ধূমকেতুর গতিপথ নির্ণয় করতে গিয়ে আর গাছ থেকে আপেল কেন পড়ে অথচ আকাশের চাঁদ কেন পড়ে না তা নিয়ে ভাবতে ভাবতে নিউটন যে সূত্রাবলী আবিষ্কার করে গেছেন তা পুর মানব জাতির ভবিষ্যৎ বদলে দিয়েছে। আইনেষ্টাইন তো পদার্থবিদ্যার ছাত্র কিংবা অধ্যাপক ছিলেন না, তার প্রথম স্ত্রী ছিলেন, তা হলে কি অভূতপূর্ব ভাবে তিনি সকল পদার্থবিদদের চোখে আঙ্গুল দিয়ে নিউটনিয়ান মেকানিক্স এর চেয়ে উন্নততর পদার্থ বিদ্যা শিক্ষা দিয়ে গেলেন। বারট্রান্ড রাসেলের বই দি কনকোয়েস্ট অব হেপিনেস যা কাজী মোতাহার হোসেন (সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বাবা) অনুবাদ করেছেন ”সুখ” নামের বই নাম দিয়ে, সেখানে তিনি প্রত্যেক অধ্যায় শেষে যে পাদটীকা সংযোজন করেছেন তা সংকলিত করে আরেকটা নতুন বই প্রকাশ করা যেত। মানুষকে জীবন সংগ্রামে উৎসাহ প্রদানের জন্য ডেল কার্নেগীর মত বেশ কয়েকজন জনপ্রিয় বক্তাও জন্ম নিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের হতাশ হবেন না বইটিও হতাশ মানুষদের পুনরজ্জিবিত হতে ঔষধের মত কাজ করবে। সম্ভবত সার্লক হোমস এর রচয়িতা আর্থার কেনান ডয়ালের উক্তি ছিল “ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন” বা বাস্তব সত্য কল্পনার চাইতেও চাঞ্চল্যকর আর ইমরান নজর হোসেনের উক্তি “সময় বাস্তবতাকে বিস্ময়কর ভাবে উন্মোচন করে”যা আজকের বাস্তবতা থেকে পিছন ফিরে তাকালে যুগ পরিবর্তন গুলোতে প্রমাণ পাওয়া যায়। এই দ্রুত ধাবমান মানব সভ্যতায় হীনমন্যতা, হতাশা এগুলো মানুষিক রোগের মত। “মানুষ ধ্বংস হয়ে যায় কিন্তু কখনো পরাজিত হয় না”আর্থার মিলার হেমিংওয়ের বই “দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি” তে এই বক্তব্যর প্রতিফলন ঘটায়ে নোবেল প্রাইজ পেয়ে গেছেন। তাই পরাজিত মানুষিকতা কখনো জয় অর্জন করতে পারে না।

(ইউটিউব থেকে সংগ্রহ করে বাংলায় ভাষান্তর)

Update history 09feb2019> 25apr2020> 04jan2023>11jan2023>

Morgan Freeman & Wayne Dyer: you are the creator of your own destiny 

[Available in youtube.com] https://youtu.be/r7cYsgB4G1s?si=_JOri5axiBeoIScD

Program your mind’s Subconscious

If you want to have something show up in your life, the kind of person you would like to become manifest something new into your life, something powerful, whether it might be, you obviously must first be able to imagine it. Your imagination is able to do all that you ask in proportion to the degree of your attention. So what kind of attention do you place on your desires? Einstein’s most famous quote, one of his most famous observations. He said “imagination is more important than knowledge. Knowledge is limited. Imagination encircles the world. Logic will get you from A to B, but imagination will take you everywhere.” Make your future dream a present fact by assuming the feeling of the wish fulfilled. That which you feel yourself to be you are. And you are given that which you are.

So assume the feeling that would be yours where you already in possession of your wish and your wish must be realized so live in the feeling of being the one you want to be and that you shall be. If this assumption about what you would like to become is persisted in until it becomes your dominant feeling the attainment of your ideal is absolutely inevitable. You must first assume the feeling of a wish fulfilled in all aspects of your life. Don’t allow anybody else’s opinions, Don’t allow what it says on the internet. Don’t allow the research. Don’t allow what anybody out there tells you is possible or not possible for you.

But if you advance confidently in the direction of your own dreams and endeavor to live the life, which you have imagined you will meet with a success unexpected in common hours. It will chase after you if you can place into your imagination what it is that you would like to attract and begin to feel it. Start retraining your subconscious mind and your subconscious mind responds to what it is that you suggest to it. The subconscious mind rules your life. 96 to 97 percent of everything that you do is done as a result of your subconscious mind. And when your subconscious mind gets programmed it goes ahead and respond to whatever it is your conscious mind has placed into it.
You are the creator this is the mystery. This is the great secret known by the seers and prophets and mystics throughout the ages. This is the truth that you can never know intellectually.

Many of you as I have been as I am being where you are in your life based upon what you believe and it’s not just what you think you believe on the surface, it’s also your shadow beliefs that are holding you back from moving into the life that you believe you deserve. What I know is if you’re not looking at the shadows if you’re not looking at what is subconsciously running through the tape in your mind telling yourself. You’re not good enough. You’re not worthy enough. You’re not smart enough. You’re not enough, which is a tape that’s playing for a lot of people. If you are not conscious of that then you end up acting out of that belief system and not out of what you know to be the truest of what to be the choice for yourself.

You are where you are today in part because of what you’ve been saying about yourself. Words are like seeds when you speak something out. You give life to what you’re saying if you continue to say it eventually that cab become a reality. You are planting seeds when you talk at some point you’re going to eat that fruit. My challenge is make sure you’re planning the right kind of seeds. If you want apples you have to sow apple seeds, if you want oranges you can’t plant cactus seeds, poison ivy seeds or mushroom seeds. You are going to reap fruit from the exact seeds that you’ve been sowing in other words you can’t talk negative and expect to live a positive life. You can’t talk defeat and expect to have victory, you can’t talk lack, not enough, can’t afford it, never get ahead and expect to have abundance. If you have a poor mouth, You’re going to have a poor life.

This is great when you’re saying things like I’m blessed I’m strong, I will accomplish my dreams I’m coming out of there. That is not just being positive. You are prophesying victory. Prophesy and success prophesy new levels and your life will move in the direction of your words. But too many people go around prophesying just the opposite. I never get any good bright. I’ll never get back in shape, Business is slow. I’ll probably get laid off, flu season is here. I always get it. They don’t realize they are prophesying defeat. It’s just like they’re calling in bad breaks, mediocrity, lack. You don’t become what you want because so much of wanting is about living in the space of what you don’t have that’s why Jim Carrey’s story is so powerful, because he started to act as though he already had it. He would go up to Mulholland drive, he would drive away sing thinking, I already have those things I just haven’t accessed them as yet. I believe those things are going to come to me and I’m going to act like they are, so I’m going to move forward in my life in order to draw that to myself in such a way that my actions are in alignment with what I say, I believe. So if you start to think about that really why are you where you are in your life the choices that you have made? Have been because of what you believe to be true for yourself.

The time is now, the time is now to express and for people to believe in themselves, the time is now for it to be okay to be great. People in this world shun people for being great for being a bright color for standing out, but the time is now to be okay to be the greatest you. You can talk yourself out of your destiny. Negative words can keep you out from becoming who you were created to be, don’t fall into that trap. Quit culling in defeat, quit talking about how it’s not going to happen. You should write down your goals, write down what you want to see happen in life. Any areas that you’re struggling in where you need to improve write it down like it’s already done and then every day declare that decree. Weed over it a couple of times out loud. It’s not enough to just think it something happens when we speak. You have to prophesy your future. Those words will get down on the inside of you. They will not only change your outlook, but they will change who you are. Your words will become your reality.

Morgan Freeman: This is one of the truths of the universe “Whatever we decide we want to do is what we do!”

Wayne Dyer: If you change the way you look at things, the things you look at change.

Oprah Winfrey: Be thankful for what you have because you’ll end up having more. If you concentrate on what you don’t have you will never ever have enough.

Joel Osteen: Wake up every morning with a thankful attitude. Expect something good to happen in your life today.

Kanye West: Would you believe in what you believe in if you were the only one who believe it?


 

No comments:

Post a Comment